Thursday, April 20, 2017

পায়ের নখ কেন কালো হচ্ছে জানেন?

By on 7:01:00 AM
আপনার নখ কি ধীরে ধীরে কালো হচ্ছে?  উত্তর হ্যাঁ হলে, এটি কিন্তু ভালো কথা নয়। বিভিন্ন জটিল রোগের লক্ষণ এটি। তাই জটিলতা এড়াতে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

১. রিপিটেটিভ ট্রমা (বারবার আঘাত)
বিভিন্ন খেলার সময় বা দৌড়ানোর সময় পায়ের আঙ্গুলের ওপর বেশ চাপ পড়ে। সাধারণত দৌড়বিদ বা খেলোয়ারদের এই সমস্যা বেশি হয়। এই চাপের কারণে রক্ত জমাট বাঁধে, এতে পায়ের আঙ্গুলের নখ কালো হয়ে যায়।


২. সাবাংগুয়াল হেমাটোমা

অতীতে আপনার পায়ের আঙ্গুলে ভারী কিছু পড়ে থাকলে এবং এর সঠিক চিকিৎসা না নিলে রক্ত জমাট বাঁধতে পারে। এতে পায়ের আঙ্গুলের নখে রং কালো হয়ে যেতে পারে।
৩. ফাঙ্গাল ইনফেকশন
পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে পায়ের নখের ভেতর ফাঙ্গাসের সংক্রমণ হলে  নখ কালো হতে পারে।
৪. ত্বকের ক্যানসার
অনেক সময় ত্বকের ক্যানসার পায়ের আঙ্গুলের ওপর প্রভাব ফেলে। এতে পায়ের নখ কালো হওয়ার সমস্যা হতে পারে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৫. হরমোনের ভারসাম্যহীনতা
হরমোনের ভাসাম্যহীনতার কারণে অনেক সময় শরীরের বিভিন্ন অংশে মেলানিনেন পিগমেন্টেশন হয়। এর কারণেও পায়ের নখ কালো হতে পারে।
৬. ফুসফুসে সমস্যা
পায়ের নখ কালো হয়ে যাওয়া ফুসফুসের সমস্যাও একটি লক্ষণ। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছে তাদের ক্ষেত্রে এটি বেশি হয়। তাই এ রকম সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

0 comments:

Post a Comment

Popular News