Tuesday, August 3, 2021

ভিমরুলের কামড়ে সুভাষচন্দ্র শিক্ষকের অকাল মৃত্যু

By on 6:35:00 PM

নিজস্ব প্রতিনিধিঃ  


৫নং চন্দ্রপুর সতীর পাড় (বুড়ীরহাট) পোষন মেম্বার এর ছেলে, চাপারহাট এস কে ডিগ্রি কলেজ এর শিক্ষক(এ্যাকাউন্টিং) সুবাশ চন্দ্র  রায় ভিমরুল এর কামড়ে মৃত্যু বরণ করেছেন- 


শিক্ষক সুভাষচন্দ্র (৪২) মৃত্যুর খবরে শুনে সরেজমিনে গিয়ে জানতে পারি সুভাষ শিক্ষক হিসাবে প্রতিদিন চাপারহাট বাজারে টিউশনি করার জন্য ক্লাস ঘরে সকাল নয়টা দশটা ক্লাস ঘরে আসেন ক্লাস থেকে ফিরে বাড়িতে আসে। সুভাষের নিজ বাড়ির বাগানে লেবুর গাছে ভিমরুলের চাক আছে দুর্ভাগ্যবশত ঘাস কাটার সময় ভিমরুলের চাকে হাত পড়ে এমনতো অবস্থায় আকস্মিকভাবে ভিমরুল শিক্ষককে শত শত ভিমরুল আক্রমণ করে।


আক্রমণ করার পরে প্রতিবেশী ভাই দৌড় দিয়ে শ্রী দিলিপ আসেন তারপর সুভাষ শিক্ষককে সবাই মিলে ধরে বাড়ির উঠানে নিয়ে এসে কালীগঞ্জ মেডিকেলে নিয়ে যান এমনতো অবস্থায় বিষের যন্ত্রণা শরীর ভার হয়ে ওঠে কালীগঞ্জ মেডিকেল চিকিৎসা সেবা করার সুযোগ পায়নি বলে আমরা জানতে পারি এমনতো অবস্থায় তার দুপুর ২ ঘটিকার সময় মৃত্যু হয় তার অকালে মৃত্যুর খবর শুনতে পেয়ে পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন শিক্ষার্থী শিক্ষক সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পারিবারিক সূত্রে জানা যায় তার দুটি ছেলে প্রথম ছেলের বয়স ১৮ বছর দ্বিতীয় ছেলের বয়স ১১ বছর ।

Wednesday, May 12, 2021

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যগে

By on 11:23:00 AM

 রংপুরে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুর মুখে হাসি ফোটালো মহানগর স্বেচ্ছাসেবকলীগ।


মঙ্গলবার (১১ মে) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরির বিভিন্ন এলাকা থেকে আসা এক থেকে দশ বছর বয়সী কোমলমতী হাজার শিশুর মাঝে নতুন জামা তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন ।


শিশুদের মাঝে নতুন জামা বিতরণকালে রমজান আলী তুহিন বাংলা লাইভকে জানান, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের যেকোন পরিস্থিতিতে এগিয়ে এসে কাজ করে যাচ্ছে। করোনার এই সময়ে আমরা মহানগর স্বেচ্ছাসেবক লীগ রংপু্র নগরে মাস্ক বিতরণসহ কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় মাইকিং করে আসছি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ আমরা এক হাজার কোমলমতী শিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়েছি।

এছাড়াও নগরীর বিভিন্ন পথে ঘাটে ও প্রত্যন্ত এলাকায় অসহায় শিশুসহ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম রনি, ফজলুল করিম টুটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল পাপ্পু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মিলন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রাতুল,শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদেকুল ইসলাম প্রামানিক, সমাজ কল্যাণ সম্পাদক আকিব আহমেদ তুর্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল সরকার রোমান, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক রিদওয়ান আহমেদ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা আক্তার রেখা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হজরত আলী ছোটন, উপ আইন বিষয়ক সম্পাদক ফারজানা উম্মে আবিবা, কার্যনির্বাহী সদস্য নুর মোর্শেদ মিদু, রোকোনুজ্জামান রোকন, আমিরু ইসলাম, আব্দুর রহমান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tuesday, April 6, 2021

লকডাউনে সাধারণ মানুষকে সচেতন করছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ

By on 6:31:00 PM

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রংপুর মহানগরীর সাতমাথায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এবং পথচারী, দোকানদার, অটো রিক্সা-ভ্যান চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক, ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন,মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-প্রচার সম্পাদক প্রণব চক্রবর্তী, ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গাজী সুমন, মোঃ আলী সহ রংপুর মহানগর ও ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

এসময় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বলেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ


দেশের যেকোন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল, আছে, থাকবে । আমরা গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমরা সচেতনতা বৃদ্ধিতে মাইকিং,লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি সেই ধারাবাহিকতায় এবারও আমরা গত চারদিন থেকে শুরু করছি। এটি চলমান থাকবে ইনশাআল্লাহ।

Monday, March 23, 2020

বিসিবির সিদ্ধান্ত বাসায় বসে কাজ করার

By on 12:10:00 PM
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের আতঙ্কের বাইরে না বাংলাদেশও। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অফিসে না এসে নিজ নিজ বাসা থেকে কর্মীদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (২১ মার্চ) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। বিসিবির এই সিদ্ধান্ত আগামীকাল রবিবার থেকেই কার্যকর হবে।




করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের নিয়ে বিশেষ সেমিনার আয়োজন করে বিসিবি। সেমিনার শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, প্রতিটি বিভাগের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলা হয়েছে। সবাইকে বোর্ডের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচালনা-সংক্রান্ত যে কাজগুলো থাকবে, সেগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব আমরা। জরুরি কিংবা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কারও যেন উপস্থিত না হতে হয়।
আইসিসি এবং এসিসির সঙ্গে যেন কোনো যোগাযোগবিভ্রাট না হয় সেটিতেও সতর্ক থাকছে বিসিবি, আমরা চেষ্টা করব দূর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে। আমাদের কারও যদি অফিসে এসে কাজ করতে হয় সে ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এভাবেই আপাতত আমরা অফিসে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। এই সময় যেকোনো ধরনের ছুটি নিতে বিসিবির কর্মীদের নিরুৎসাহিত করা হয়েছে।

Thursday, March 12, 2020

সীমিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: স্বরাষ্ট্রমন্ত্রী

By on 11:09:00 AM
একাত্তরের কালরাত স্মরণে গণহত্যা দিবস ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ। গতবারের মতই গুরুত্বপূর্ণ ও জরুরি স্থাপনা ছাড়া সারা দেশে ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও সীমিত আকারে করা হবে।
গণহত্য দিবস এবং স্বাধীনতা দিবস পালন নিয়ে বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে হবে। ২৫ ও ২৬ মার্চ পালনকালে ব্যাপক জনসমাবেশকে আমরা নিরুৎসাহিত করছি। ওই দিবস উপলক্ষে কোনো আউটডোরে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ওভারহেড তোরণ কিছুই করা হবে না। উন্মুক্ত স্থানে জনসমাগম না করার জন্য আমরা নিরুৎসাহিত করছি। এটা করোনাভাইরাসের জন্য, এটা যাতে আর না ছড়ায়।

তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সাভারে আসা-যাওয়াসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে বরাবরের মতো ‘নিরাপত্তা জোরদার’ থাকবে।  
তিনি আরও বলেন, এই কর্মসূচি সারা দেশে পালনের জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করব। 
জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের জন্য ২৫ মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণহত্যা দিবস হিসেবে অন্তর্ভুক্তের প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। 
বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

Wednesday, March 11, 2020

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা আর নেই

By on 4:23:00 PM
রংপুরের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য রহিম উদ্দিন ভরসা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বুধবার বেলা ১টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রহিম উদ্দিন ভরসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।
তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেলা ১টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মনের উদ্দিন পাইকার।
জিয়াউর রহমানের শাসনামলে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।

Tuesday, March 10, 2020

করোনার ওষুধ আবিষ্কার, বাজারে ছাড়ার অনুমতি

By on 4:50:00 PM
অবশেষে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে মার্কিন গবেষকরা। আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন।

অন্যদিকে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল নভেল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চীন। চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও অনুমোদন পেয়েছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তবে তার চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়।
অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।
অ্যাডিসন বলেন, ‘ইন্ট্রাভেনাসের থেরাপি দেয়ার মতো আমরা প্রতিদিন যা যা করছিলাম তাতে মনে হচ্ছিল যে, অবস্থা বেশ জটিল। আমাদের দুই জোড়া গ্লাভস পরতে হচ্ছিল। এটা তো ছিল ভিন্ন ভিন্ন দক্ষতাসম্পন্ন মানুষের কাজ। কিন্তু আমাদের সব করতে হচ্ছিল। এমন সুরক্ষিত পোশাক-পরিচ্ছেদ আমাদের শিরাগুলোকেও মুক্তি দিচ্ছিল না।’
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।
ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।
মার্কিন এ চিকিৎসক বলেন, ‘এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।’
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি।

৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের, গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক |

By on 4:25:00 PM
উফফ! কি গরম রে বাবা! এত গরমে বেশি বের হব নাহ!”-এ কথা কি আর কর্মজীবী নারীদের মুখে মানায়? তাকে যে এই গরমেও অনেক সকালে উঠে বাড়ির নাস্তা আর দিনের খাবার রেডি করতে সহ্য করতে হয় আগুনের আঁচ।  নাস্তা পুরে দৌড়াতে হয় প্রতিদিনকার ৯টা-৫টা দীর্ঘ সময় ধরে অফিস করার জন্য। আরে ভাই, যত সহজে বললাম ব্যাপারটা ততো সহজ নয়। এমন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবেই বা ফ্রেশ থাকবে!
তারপর তড়িঘড়ি করে স্নান সেরেই মুখে কোন রকমে ওই যে, সূর্যের প্রখর তেজ! গনগনে চারপাশের তাপমাত্রা। এর মাঝেই বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে থাকতে হয় বাস, রিক্সা বা সিএনজি-এর জন্য। কত জন আর পাঠাও/উবার-এ করে এত ভাড়া দিয়ে অফিস যেতে পারে প্রতিদিন বলেন! বেশিরভাগ ওই রিক্সা/বাসেরই অসহায় যাত্রী। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, দরদর করে ঘাম ঝড়িয়ে তবেই সে পৌঁছায় অফিসে। প্রতিটা দিন এমন যুদ্ধে জয়ী হন ঠিকই। কিন্তু বাসায় ফিরে আয়নায় নিজের মুখ আর দেখাতে পারেন না নিজেকেই। ছি! কী তেল চিটচিটে হয়ে থাকে সারাদিন। আর এমন তৈলাক্ত বলেই মুখে বেশি ধুলোবালি জমে। ফলাফলে নির্জীব ত্বক আর তার সাথে জোট বেঁধে ব্রণ-এর সমস্যাও বেড়ে যায়। উপায় কী তবে? উপায়তো অবশ্যই আছে। তবে দেখে নিন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবে যত্ন নেয়া যায়!
 গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক যেভাবে যত্ন করবেন

১) অফিসে যাবার আগে

জানি অফিস যাবার আগের সময়টা অনেক ব্যস্ততম একটি সময়। কিন্তু ত্বকের একটু যত্ন নিতে সময়তো দিতেই হবে, তাই না?অল্প একটু কষ্ট করতে হবে। একটি ফেইস প্যাক ব্যবহার করলেই হলো! এর জন্য যে যে উপকরণ লাগবে-

  •  গোলাপের পাপড়ির পেস্ট- ১টি গোলাপ
  • গাজরের রস- ১/২ টেবিল চামচ
  •  তরমুজের রস- ১/২ টেবিল চামচ
  •  শসার রস- ১ টেবিল চামচ ও
  •  চালের গুঁড়া- ১ টেবিল চামচ
উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন! সারাদিন ত্বক ফ্রেশ রাখতে এই প্যাক-টি বেশ কার্যকর।

২) লাঞ্চ ব্রেক-এ

অনেক ধুলোবালি, রোদ, তাপ সহ্য করে ঘেমে-নেয়ে অফিসে এসেছেন। আর রাস্তাঘাটে যে ট্রাফিক জ্যাম থাকে, তাতে একটুখানি আগে এসে যে ফ্রেশ হবেন, তারতো কোন উপায় নেই। ডুবে যেতে হয় কাজের সমুদ্রে। সারা সকাল ব্যস্ত সময় পার করে দুপুরে কিছু সময় পান। হ্যাঁ, সেটা খুব অল্প সময়ই। লাঞ্চ করতে করতেই সময় শেষ হয়ে যায়। কিন্তু মাত্র ৫টা মিনিট সময় ফ্রেশ হবার জন্য রাখুন। এই গরমে ব্যাগ-এ রোজ ওয়াটার (rose water) আর তুলো রাখুন। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে মুছে তারপর রোজ ওয়াটার-এ তুলো ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। দেখবেন নিজেকে ফ্রেশ লাগার সাথে সাথে মনও ফ্রেশ লাগবে। আর অফিসের পরবর্তী সময়ের জন্য পাবেন কাজের উদ্যমতা।

৩) অফিস থেকে ফিরে

সারাদিনের শেষে বিকেলের দিকে এখন বাড়ি ফেরার সময়। সকালের রোদের তাপ নেই ঠিকই কিন্তু সারাদিনে সূর্যের বিকীর্ণ তাপ ভূ-গর্ভতো গিলছিল। এই বিকেলে সে তা উদগিরণ করে। মানে এই সময়টাতেও অনেক গরমই থাকে। আর সাথে বাড়তি যোগ হয় রাস্তার ধুলোবালি, ময়লা ও জীবাণুগুলো। বাড়ি ফেরার জন্য সকালের ন্যায় দিনের এই যুদ্ধ শেষে বাড়ির ভেতরে এক পা দিতেই যেন গা ছেড়ে দেয়। কী কাহিল যে লাগে তখন! আরো বেশি খারাপ লাগে তেলতেলে মুখটা দেখে। তাই, ফ্যানের বাতাসে খানিকক্ষণ নিজেকে জুড়িয়ে নিন। আর আজ থেকে অফিস যাবার আগে, এক কাপ পানিতে ও ২ টুকরো পাতি লেবুর রস  মিশেয়ে ফ্রিজে রেখে যান। অফিস থেকে ফিরে একটা পাতলা রুমাল ওই পানিতে ভিজিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে রাখুন ১০ মিনিট। এতে শরীরের ক্লান্তি দূর হবার সাথে সাথে ত্বক হয়ে উঠবে সজীব ও প্রাণবন্ত।
গরমতো বাড়ছেই! তাই বলে কি ঘরে বসে থাকা যাবে? সেতো কখনোই সম্ভব না। এই গরমে সুস্থ থাকতেও চাই ফ্রেশ থাকা। আর প্রখর রোদের হাত থেকে বাঁচতে সাথে রাখুন রোদ চশমা, ছাতা ও জীবনের অপর নাম পানি! দরকার হলে এক বোতল পানিতে গ্লুকোজ আর লেবু মিশিয়ে ক্যারি করুন। সেই সাথে করুন একটু ত্বক-পরিচর্যা। হাসবে আপনার ত্বক, হাসবেন আপনিও!

বঙ্গবন্ধু চরিত্রে সেই অরুক মুন্সি, ফজিলাতুন্নেছা চরিত্রে মৌসুমী, শেখ হাসিনা চরিত্রে অপর্ণা

By on 11:07:00 AM
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক-টেলিছবি নির্মিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’ শিরোনামে শিশুতোষ চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। আর এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প ওঠে আসবে।
‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবেন ইউসুফ, মেজ পুত্র শেখ জামালের চরিত্রে দেখা যাবে সাব্বিরকে।
সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট। এছাড়া বাকি চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে। মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।’


Wednesday, February 26, 2020

ববির কর্মদক্ষতায় দ্রুতগতিতে রংপুর সদরের উন্নয়ন প্রকল্পসমুহ

By on 10:59:00 AM
বিশেষ প্রতিনিধি রংপুরঃ

রংপুর বিভাগের মধ্যে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন এর দিকে রংপুর এর পুত্রবধূ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর যেমন সুনজর তেমনি বর্তমান ও বিগত দুই বারের  নির্বাচিতসহ পরপর তিন বারের নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি উপজেলা চেয়ারম্যান হিসেবে সদর উপজেলা এর সমস্ত উন্নয়ন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করে যাচ্ছেন। 
তেমনি ২৪ শে ফেব্রুয়ারিতে চন্দনপাট ও খলেয়া ইউনিয়নের ২ টি মাদ্রাসার ওয়াশব্লকের ভিত্তি প্রস্তর স্থাপন, লালচাঁদপুর খায়রুলউলুম বহুমূখী মাদ্রাসার ভবন নির্মানের কাজ পর্যবেক্ষণ, দেবী চৌধূরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র আয়োজিত হরিজন সম্প্রদায়ের দক্ষতা ও আত্নবিশ্বাস বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণে সবার সাথে অংশ গ্রহণ করে জনগণকে উৎসাহ যোগানো, শলেয়াশাহ পাকা রাস্তা হতে ক্যানেল পর্যন্ত রাস্তা HBB করনে পরিদর্শনসহ একদিনে আরও বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 
এভাবেই প্রতিনিয়ত তিনি নিজে চেষ্টা করেন চলমান উন্নয়ন কাজ গুলো সম্পাদনে যেন কোন প্রকার অধিনিয়ম না হয়"- কেন প্রতিনিয়ত নিজেই উন্নয়ন কাজ পরিদর্শন করেন জানতে চাইলে আমাদেরকে উত্তরে এসব বলেন। 
খোঁজ নিয়ে আরও জানা নাছিমা জামান ববির স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিকও জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন এবং জনপ্রতিনিধি এই জুটির রংপুর জেলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার একটি আস্থাশীল সুনাম আছে।

Wednesday, April 25, 2018

উলিপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

By on 7:41:00 PM
কুড়িগ্রামের উলিপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বুধবার দুপুরে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় উপজেলার

আপনার কিডনি ভালো রাখবেন কিভাবে ?

By on 7:09:00 PM

কিডনি রোগ নীরব ঘাতক, যা জীবনের গতিকে থামিয়ে দিতে পারে। কিছু সহজ বিষয় মেনে কিডনি রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি আমরা।



Popular News