Wednesday, February 26, 2020

ববির কর্মদক্ষতায় দ্রুতগতিতে রংপুর সদরের উন্নয়ন প্রকল্পসমুহ

By on 10:59:00 AM
বিশেষ প্রতিনিধি রংপুরঃ

রংপুর বিভাগের মধ্যে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন এর দিকে রংপুর এর পুত্রবধূ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর যেমন সুনজর তেমনি বর্তমান ও বিগত দুই বারের  নির্বাচিতসহ পরপর তিন বারের নির্বাচিত আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা জামান ববি উপজেলা চেয়ারম্যান হিসেবে সদর উপজেলা এর সমস্ত উন্নয়ন প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করে যাচ্ছেন। 
তেমনি ২৪ শে ফেব্রুয়ারিতে চন্দনপাট ও খলেয়া ইউনিয়নের ২ টি মাদ্রাসার ওয়াশব্লকের ভিত্তি প্রস্তর স্থাপন, লালচাঁদপুর খায়রুলউলুম বহুমূখী মাদ্রাসার ভবন নির্মানের কাজ পর্যবেক্ষণ, দেবী চৌধূরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র আয়োজিত হরিজন সম্প্রদায়ের দক্ষতা ও আত্নবিশ্বাস বৃদ্ধিকরন প্রকল্পের আওতায়  বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণে সবার সাথে অংশ গ্রহণ করে জনগণকে উৎসাহ যোগানো, শলেয়াশাহ পাকা রাস্তা হতে ক্যানেল পর্যন্ত রাস্তা HBB করনে পরিদর্শনসহ একদিনে আরও বেশ কিছু উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 
এভাবেই প্রতিনিয়ত তিনি নিজে চেষ্টা করেন চলমান উন্নয়ন কাজ গুলো সম্পাদনে যেন কোন প্রকার অধিনিয়ম না হয়"- কেন প্রতিনিয়ত নিজেই উন্নয়ন কাজ পরিদর্শন করেন জানতে চাইলে আমাদেরকে উত্তরে এসব বলেন। 
খোঁজ নিয়ে আরও জানা নাছিমা জামান ববির স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিকও জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন এবং জনপ্রতিনিধি এই জুটির রংপুর জেলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার একটি আস্থাশীল সুনাম আছে।

0 comments:

Post a Comment

Popular News