Wednesday, April 19, 2017

যেভাবে পরিষ্কার করবেন হেডফোন

By on 2:49:00 PM

দীর্ঘদিন ব্যবহারের কারণে শখের হেডফোনটি নোংরা হয়ে গেছে? ঝটপট পরিষ্কার করে ফেলুন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন হেডফোন-




১। হেডফোন ডিভাইস থেকে খুলে নিন। কানেক্টেড অবস্থায় পরিষ্কার করবেন না হেডফোন।

২। কুসুম গরম পানি, ডিস ওয়াশিং লিকুইড, স্প্রে বোতল ও নরম কাপড় নিন।









৩। ছোট একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে এক ফোঁটা লিকুইড সোপ দিন।

৪। দ্রবণটি ভালো করে নেড়ে স্প্রে বোতলে ভরে নিন।

৫। কাপড়ে দ্রবণ স্প্রে করে নিন। কাপড় যেন খুব বেশি ভিজে না যায় সেদিকে লক্ষ রাখবেন। এবার কাপড় দিয়ে সাবধানে ঘষে পরিষ্কার করুন হেডফোন।

৬। পেপার টাওয়েল অথবা পরিষ্কার শুকনা কাপড় দিয়ে ঘষে পরিষ্কারক দ্রবণ মুছে ফেলুন।

৭। এয়ারবাড বা কানের ভেতরে যে অংশ থাকে সেটা পরিষ্কার করুন রাবিং অ্যালকোহলে তুলা ভিজিয়ে। প্রয়োজনে শুকনা টুথব্রাশ ব্যবহার করুন।

0 comments:

Post a Comment

Popular News