Monday, October 2, 2017

সহজ উপায় ডার্ক সার্কেল দূর করার

By on 4:14:00 PM

আমাদের সবারই কাজ বা ব্যক্তিগত যে কোনো কারণেই রাত জাগা হয়েই থাকে । বিশেষ করে তরুণ বয়সে রাত দুটা-আড়াইটা বেজেই যায় ঘুমুতে যেতে। এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমুতে আরও দেরি হয়ে যায়। এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে। চোখের ডার্ক সার্কেলই প্রমাণ হয়ে দাঁড়ায় আপনার রাত জাগার সমস্যার। ডার্ক সার্কেল সকলের কাছেই বেশ বিরক্তিকর। চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে বেশ বিশ্রীই লাগে। কিন্তু মাত্র ছোট্ট একটি কাজে এই ডার্ক সার্কেলের সমস্যা দূরে রাখতে পারেন চিরকাল। চলুন তবে জেনে নেয়া যাক।

যা যা লাগবেঃ
– ৮-১০ টি তাজা পুদিনা পাতা
– ১ কাপ মাঝারি কড়া চায়ের লিকার
–তুলোর প্যাড (যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন)
পদ্ধতি ও ব্যবহারবিধিঃ
– পুদিনা পাতা হাতে ছোটো ছোটো করে ছিঁড়ে একটি বাটিতে রাখুন।
– চায়ের লিকার করে কিছুটা ঠাণ্ডা হয়ে এলে তা ঢেলে দিন পুদিনা পাতার উপরে।
– এরপর লিকার পুরোপুরি ঠাণ্ডা হয়ে যেতে দিন। চাইলে ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা করে নিতে পারেন।
– এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রটিতে ডুবিয়ে তুলে বাড়তি মিশ্রন হালকা হাতে চেপে রেখে দিন।
– মিশ্রনে ভেজানো এই তুলোর প্যাড দুচোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং ২০ মিনিট এভাবেই রাখুন। এই সময় আপনি পুরোপুরি রিলাক্স করুন।
– ২০ মিনিট পর প্যাড গুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে।
– নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একবারেই।

0 comments:

Post a Comment

Popular News